ইচ্ছে

অপলক চোখে দেখো কেন
আমায় অমন করে?
ভালোবাসো? তবুও বুঝি
কথা ফোটে না স্বরে?

আড়াল খুঁজে সুযোগ বুঝে
হাত দুখানি ধরে
নিয়ে যাবে সবুজ ঘেরা
কাজলা নদীর ধারে?

নদীর বুকে ভেসে যাবো
নৌকোখানি চড়ে,
দিন গড়িয়ে পৌঁছে যাবো
দিকশূন্যপুরে।

নরম ঘাসে পা ডুবিয়ে
কোন সে তেপান্তরে
পদ্য লেখা হবে বসে
কথায় কথা জুড়ে।

সহসা সব ঝাপসা হবে
কালবোশেখী ঝড়ে,
ভিজিয়ে দেবে ভরা বাদর
আঁজলা দেবে ভোরে।

ঘড়ির কাঁটা থেমে যাবে
মাতাল করা ঘোরে।
দুটি প্রাণ মিলেমিশে একাকার
অশ্রুধারার তোড়ে।

সত্যি আমায় ভালোবাসো?
বল না সত্যি করে…
ওই ছবিটা এঁকে দেবে
আমার জীবন পরে?