গভীর অসুখ

গভীর ক্ষতে আলতো প্রলেপ,
দু এক ফোঁটা মলম।
হৃদয় উপচে শব্দ ঝরে
সদা বাঙ্ময় কলম।

সেসব অতীত হারিয়ে গেছে
আবছা স্মৃতির ভীড়ে,
ব্যস্ত জীবন সমুখে ধায়
প্রবল গতির তোড়ে।

নতুন পথের বাঁকে মেলে
নতুন মুখের মেলা।
এই তো জীবন, চলে অনুক্ষণ
ভাঙ্গাগড়ার খেলা।

অসুখ বুঝি ভালই ছিল,
বিঁধছে সুখের কাঁটা।
অসময়ের ওই মুহূর্তদের
হল না আর ফোটা।