অন্ত্যমিল

তুমি আমি কতই না ভুলে ভরা।
জীবনযুদ্ধে ক্লান্ত, ভাঙাচোরা।

তুমি আমি আজন্ম ছন্নছাড়া।
সমাজ বলে, বেহিসেবি, দিশাহারা।

তুমি আমি আবেগে পাগলপারা,
উষ্ণ পরশে বরষে অশ্রু ধারা।

তুমি আমি নিয়ম দিয়ে ঘেরা।
এখন শুধুই পথ আঁকড়ে ধরা।

পিছন পানে আর হবে না ফেরা।
তুমি আমি রই ব্যথা দিয়ে জোড়া।

নিঃস্বর এই নিসর্গে

হিমের পরশে অসাড় সত্তা।
বিবর্ণ, নাকি সাদা?
নির্জনতার নৈঃশব্দ্য
বিষাদ সুরে বাঁধা।

গরম হাতের নরম ছোঁয়ায়
বরফ গলে জল…
কোথায় সেসব হারিয়ে গেছে
স্মৃতিটুকু সম্বল।

কথারা জমে, স্বর পায় না।
ইচ্ছে, সান্নিধ্য না জুটুক,
অনুভূতিরা তবু কারো কলমে
কবিতা হয়ে ফুটুক।